কৃষি আয় (আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ২৬ অনুযায়ী)
কৃষি খাতে আয়ের জন্য হিসাবের খাতাপত্র না রাখা হলে নীচে দেয়া উপায়ে কৃষি আয় হিসাব করতে হবেঃ
ধরা যাক জনাব রফিকের কৃষি জমির পরিমাণ ২ একর। একর প্রতি ধান উৎপাদনের পরিমাণ ধরা যাক ৪৫ মণ। প্রতিমণ ধানের বাজারমূল্য ৮০০/- টাকা হলে নীট করযোগ্য কৃষি আয়ের পরিমাণ হবেঃ
২ একর * ৪৫ মণ * বাজার মূল্য ৮০০/- = ৭২,০০০/- টাকা
বাদঃ উৎপাদন ব্যয় ৬০% = ৪৩,২০০/- টাকা
নীট কৃষি আয় = ২৮,৮০০/- টাকা।
কোন করদাতার আয়ের উৎস যদি শুধুমাত্র কৃষি খাত হয়ে থাকে অর্থাৎ যদি কোন করদাতার কৃষি খাতের আয় ব্যতীত আর কোনো আয় না থাকে তা হলে তার জন্য করমুক্ত আয়ের সীমা হবে-
(ক) ৬৫ বছরের নীচে পুরুষদের বেলায়ঃ
(২,২০,০০০ + ২,০০,০০০) = ৪,২০,০০০ টাকা।
(খ) মহিলা বা ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের পুুরুষদের বেলায়ঃ
(২,৭৫,০০০ + ২,০০,০০০) = ৪,৭৫,০০০ টাকা।
(গ) প্রতিবন্ধী করদাতার বেলায়ঃ
(৩,৫০,০০০ + ২,০০,০০০) = ৫,৫০,০০০ টাকা।
(ঘ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বেলায়ঃ
(৪,০০,০০০ + ২,০০,০০০) = ৬,০০,০০০ টাকা।
জামিন অযোগ্য অপরাধের ধারা সমূহ: ৩৫৩, ৩৫৬, ৩৬৪, ৩৬৪ক, ৩৬৫, ৩৬৬ক, ৩৬৬খ-৩৬৯, ৩৭১-৩৭৩, ৩৭৬-৩৮২, ৩৮৫-৩৮৭, ৩৯২-৪০২, ৪০৬-৪১৪, ৪৩৬-৪৪০, ৪৪৯, ৪৫০, ৪৫২-৪৬০, ৪৬৬-৪৬৮, ৪৮৯ক, ৪৮৯খ, ৪৮৯ঘ, ৪৯৩, ৫০৫, ৫০৫ক, ৫১১।
Comments
Post a Comment