প্রশ্ন: সামাজিক নৈতিকতা ও সামাজিক পরিবর্তন বলতে বুঝ? আইন ব্যবস্থার ধারণা ও রাষ্ট্রের সহিত আইনের আন্তঃসম্পর্ক আলোচনা কর।
উত্তর:
সামাজিক নৈতিকতা : সামাজিক অসমতার কারণে সামাজিক নৈতিকতার প্রয়োজন । অসমতা যেমন- নারী-পুরুষের পার্থক্য, ধর্ম-বর্ণের ভেদাভেদ, উচ্চপদ-নিম্নপদ শ্রেণীভেদ ইত্যাদি। সামাজিক নৈতিকতা বলতে বুঝায় সকল নাগরিককে সমানভাবে দেখা, রাষ্ট্রের সকল সুবিধা সব নাগরিকের সমানভাবে ভোগ করতে পারা ।
সামাজিক পরিবর্তন : উইলিয়াম ……. এর মতে, সমাজে বসবাসকারী মানুষের কৃষ্টি ও সাংস্কৃতিক পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলে। সামাজিক পরিবর্তনের উপাদান - প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক পরিবর্তন, শিক্ষা, ধর্ম, বিজ্ঞান, সংস্কৃতিগত পরিবর্তন, প্রচার-প্রচারণা, সামাজিক আন্দোলন, যোগাযোগ ব্যবস্থা।
আইন ব্যবস্থার ধারণা : ৫টি উপাদান বিদ্যমান আইন ব্যবস্থায় বিদ্যমান থাকলে রাষ্ট্রে সুশাসন আছে বলা যায়-
(ক) অপরাধী যে হবে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে,
(খ) যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ পাবে,
(গ) চুক্তি করলে চুক্তির অধিকার ভোগ করলে, ভঙ্গ করলে শাস্তি পাবে,
(ঘ) দেওয়ানী ও ফৌজদারী উভয় আদালত থাকবে,
(ঙ) আইন প্রনয়ণের জন্য আইনসভা থাকবে।
আইন ও রাষ্ট্রের মধ্যে আন্তঃসম্পর্ক:
(ক) রাষ্ট্র আইনের মাধ্যমে সৃষ্টি।
জামিন অযোগ্য অপরাধের ধারা সমূহ: ৩৫৩, ৩৫৬, ৩৬৪, ৩৬৪ক, ৩৬৫, ৩৬৬ক, ৩৬৬খ-৩৬৯, ৩৭১-৩৭৩, ৩৭৬-৩৮২, ৩৮৫-৩৮৭, ৩৯২-৪০২, ৪০৬-৪১৪, ৪৩৬-৪৪০, ৪৪৯, ৪৫০, ৪৫২-৪৬০, ৪৬৬-৪৬৮, ৪৮৯ক, ৪৮৯খ, ৪৮৯ঘ, ৪৯৩, ৫০৫, ৫০৫ক, ৫১১।
Comments
Post a Comment